| সন্ধ্যা ৬:২৩ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেষ ম্যাচ খেলবে জিম্বাবুয়ে !

অন লাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বিষ্ফোরণের ঘটনা ঘটে। যেখানে একজন পুলিশের সাব ইনেসপেক্টর সহ আরো একজন নিহত হন।

এমন অঘটনের পর বিশ্ব মিডিয়াগুলোতে আবারো তোলপাড় শুরু হয়। যেখানে বিভিন্ন সংবাদমাধ্যম গুলোতে বলা হয় আত্মঘাতী হামলার কারণে এমনটি ঘটেছে। তবে ঘটনা যাই হোক সিরিজের তৃতীয় ও  শেষ ওয়ানডে ম্যাচটি আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। সেই সঙ্গে শেষ ম্যাচ খেলে সফর পরিপূর্ণ করতে চায় জিম্বাবুয়ে ক্রিকেটও।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এক বৈঠক শেষে জিম্বাবুয়ে ক্রিকেটের এক মুখপাত্র বলেন, ‘আমরা দ্বিতীয় ম্যাচ চলাকালীন একটি বিকট শব্দ শুনেছিলাম। এ ব্যাপারে দলের সঙ্গে আরো আলোচনা করব।’

পিসিবি’র এক মুখপাত্র বলেন, ‘ঘটনাটি আসলে স্টেডিয়ামের বাইরে ঘটেছে। যা খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি। আমরা এই সিরিজ ভালো ভাবে শেষ করতে চাই। আর আজ (৩০ মে) জিম্বাবুয়ে দলের কোন অনুশীলন না থাকলেও তারা নিয়মিত রুটিনে কাজ করবে। তারা রোববার শেষ ম্যাচ খেলে সোমবার দেশে ফেরত যাবে।’

সর্বশেষ আপডেটঃ ৫:২৬ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫