| রাত ১:০৪ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

জিয়ার মাজারে খালেদা জিয়ার শ্রদ্ধা

 

অনলাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুপুর ১২ টার দিকে নেতাকর্মীদের নিয়ে প্রয়াত প্রেসিডেন্টের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মাজার জিয়ারত করেন। এসময় ওলামা দল আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন সাবেক এ প্রধানমন্ত্রী। পরে মাজার প্রাঙ্গনে ডক্টর এসোসিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাসাস এর রক্তদান কর্মসূচি উদ্ধোধন করেন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিষ্টার শাজাহান ওমর প্রমুখ। এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১:০৩ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫