| সন্ধ্যা ৭:৫৪ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন বিস্ফোরণে আহত ৪

অন লাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:

পাকিস্তান আর জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, বিস্ফোরণটি বোমা বিস্ফোরণ কি না এখনও নিশ্চিত হওয়া যায় নি। পুলিশ সূত্র থেকে জানানো হয়, সেখানে বিদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থলে কোনো সংবাদকর্মীকে যেতে দেওয়া হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো নিশ্চিত করে। ঐ ঘটনায় স্টেডিয়ামের বাইরে প্রায় চারজন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে স্টেডিয়ামের দায়িত্বে থাকা দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। তাদের সকলকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন এ ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও জানানো হয়, বিদ্যুতিক কারণে ট্রান্সফরমারের বিস্ফোরণটি ঘটেছে।

পাকিস্তানের একটি বেসরকারী টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে কলমার চকে হঠাৎ করেই আগুন জ্বলে ধোঁয়ার কুণ্ডলি উড়তে। স্থানীয়দের পাশাপাশি হুড়োহুড়ি লেগে যায় দায়িত্বে থাকা পুলিশদেরও। একজন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে, এমনটিও দেখা যায় ভিডিও ফুটেজটিতে।

সর্বশেষ আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫