| রাত ৯:১৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এবার যৌন নিপীড়নের দায়ে চাকরিচ্যুত জাবি শিক্ষক

 অনলাইন ডেস্ক, ২৯ মে, শুক্রবার,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে এক শিক্ষককে চাকুরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেটে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চাকরিচ্যুত শিক্ষক হলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এ. কে. এম আনিসুজ্জামান। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, ২০১৩ সালের ১৪ই সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে ২০১৪ সালের ২৩শে আগস্ট অভিযুক্ত এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পরে অধিকতর তদন্তের জন্য ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে প্রধান করে একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগের ঐ ব্যাচের সকল ছাত্রীর সাথে কথা বলেছি। সকল ছাত্রীই বিভিন্ন সময় বিভিন্নভাবে ঐ শিক্ষকের দ্বারা একই ধরণের ঘটনার শিকার হয়েছেন। বিষয়টির বিস্তারিত তদন্ত শেষে সিন্ডিকেট তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।’ যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধান অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, ‘নিজ বিভাগের একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রভাষক আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এর আগে ওই শিক্ষককে বিভাগের সব দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। এ বিষয়ে  বরখাস্ত শিক্ষক এ. কে. এম আনিসুজ্জামান বলেন,  ‘আমি একটু ব্যস্ত আছি। কিছুক্ষণ পরে কথা বলব’ বলে ফোন কেটে দেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২৬ অপরাহ্ণ | মে ২৯, ২০১৫