| রাত ৩:০৬ - বৃহস্পতিবার - ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৭ই রমজান, ১৪৪৪ হিজরি

জামালপুরে জেলা মহিলা দলের আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি: ২৯ মে, শুক্রবার,

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মহিলা দল শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা করেছে।
জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন। সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভানেত্রী অ্যাডভোকেট শাহীন সুলতানা, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদীকা সাঈদা বেগম শ্যামা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শামীমা বেগম রুবী।

এ সময় বক্তারা সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা এবং জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।#

সর্বশেষ আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | মে ২৯, ২০১৫