| সকাল ৯:৪৪ - শুক্রবার - ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে আন্তঃজেলা হোন্ডা চোরের চার সদস্য গ্রেফতার

 

বাজিতপুর সংবাদদাতাঃ ২৯ মে, শুক্রবার,
আন্তঃজেলা হোন্ডা ছিনতাইকারী হোন্ডা চোরের প্রধানসহ চারজনকে প্রথমে গাজিরচর ইউপি চেয়ারম্যান আটক করে  থানার এস.আই অলক দত্ত এর মাধ্যমে  এদেরকে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে থানায় সোপর্দ করেন। আটককৃতরা হলেন গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার টুকনগর গ্রামের আঃ ছাত্তারের পুত্র আল-আমিন শেখ(২৯), একই জেলার শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মোঃ আমিনুল ইসলাম খানের পুত্র আশরাফুল আলম খান(২০), বাজিতপুর উপজেলার গাজিরচর গ্রামের শামীম মিয়া (২২) ও হাসান মিয়া (১৯)কে থানায় নিয়ে আসে। পুলিশ জানাই দীর্ঘদিন ধরে আন-ঃজেলা হান্ডা চোরের সদস্যরাকিশোরগঞ্জ, গাজিপুর, বি-বাড়িয়া সহ আশেপাশের থানা ও জেলাগুলোতে আল-আমিন শেখ, আশরাফুল আলম খান (তানভীর) তাদের হোন্ডা চোরের সদস্যদের নিয়ে বিভিন্ন কায়দায় হোন্ডা ছিনতাই করে এবং একজেলার চোরাই হোন্ডা অন্যজেলায় বিক্রি করে। তাদের নিকট থেকে পুলিশ চুরিকৃত ত্রিশটি চাবির লড় ও একটি চোরাই হোন্ডা উদ্ধার করে। বাজিতপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সাহা আজ শুক্রবার জানান, এ চারজনকে গ্রেফতারের পর কোর্টে চালান দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১০ অপরাহ্ণ | মে ২৯, ২০১৫