| সকাল ৭:৫৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নরসিংদীর মেঘনায় নৌকাডুবিতে ৬জনের মৃত্যু

অন লাইন ডেস্ক, ২৯ মে, শুক্রবার,

নরসিংদীর মেঘনা নদীতে নৌকাডুবিতে ৬জনের মৃত্যু হয়েছে। নৌকা ডুবির পর এক শিশু ও আজ আরো পাঁচজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেঘনা নদীর নরসিংদীর সীমান্তবর্তী এলাকায় বগারগুদ গ্রামে নৌকাডুবিতে এ ঘটনা ঘটে। ওই সময় বায়োজিদ (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। আজ সকাল ১০টার দিকে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানা যায়, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকা থেকে ৬০-৭০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা বগারগুদ গ্রামে যাচ্ছিল। নৌকাটি একই উপজেলার করিমপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী বগারগুদ গ্রামের তীরবর্তী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি মেঘনা নদীতে তলিয়ে যায়। নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ রয়ে যান।  ওই সময় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানিয়েছিলেন, নৌকাডুবিতে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আরো ছয় যাত্রী নিখোঁজ আছেন।

সর্বশেষ আপডেটঃ ১:৫৪ অপরাহ্ণ | মে ২৯, ২০১৫