| দুপুর ১:০৩ - শনিবার - ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২রা রমজান, ১৪৪৪ হিজরি

দুই ম্যাচে নিষিদ্ধ চিগুম্বুরা

অনলাইন ডেস্ক | ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার:

স্লো ওভার রেটের কারণে জিম্বাবুয়ের পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন দলটির অধিনায়ক এলটন চিগুম্বুরা। লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের অভিযোগ ওঠে এই অলরাউন্ডারের ওপর। তাই এ সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তিনটি ওভার ধীর গতিতে করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আইসিসি’র রিমোট ম্যাচ রেফারি রোশান মাহানামা চিগুম্বুরাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৪০ শতাংশ করে কর্তন করেন।

আইসিসি’র কোড অব কনডাক্ট অনুযায়ী সে খেলার প্রথম দুই ওভারে ১০ শতাংশ ও তৃতীয় ওভারে ২০ শতাংশ জরিমানা করা হয়।

আইসিসি’র ওয়ানডে ও টি-২০ কোড অনুযায়ী একটি ওভার যদি দুই ওভারের বেশি সময় ধরে চলে তাহলে সেটিকে গুরুতর অপরাধ হিসেবে ধরে নেয়া হয়। আর চিগুম্বুরার যদি আগামী ১২ মাসের মধ্যে এমন অপরাধ আবারো করেন তাহলে দুই থেকে আট পয়েন্টের নিষেধাজ্ঞা পাবেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৫ অপরাহ্ণ | মে ২৮, ২০১৫