| সকাল ১১:৫১ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার

অনলাইন ডেস্ক | ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার:

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় কোলোন শহরের বাড়িঘর থেকে প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বোমা নিষ্ক্রিয় করার জন্য এতো বিপুল সংখ্যক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ঘটনা এটাই প্রথম। একটি নির্মাণ কাজ চলার সময় গত শুক্রবার মাটির ৫ মিটার গভীর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ১ টন ওজনের বোমাটি উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। অভিযানটি চলাকালীন শহরের পাশ ঘেঁষে বয়ে যাওয়া রাইন নদীতে সব ধরনের নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বোমাটি যেখান থেকে উদ্ধার করা হয়, তার আশপাশের ১ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারী অধিবাসীদের সরিয়ে নেয়া হয়। কোলোন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। শত শত পুলিশ, দমকল কর্মী এবং সহায়তাকারী অন্যান্যরা ওই এলাকা থেকে বাসিন্দাদের সরানোয় ব্যস্ত ছিলেন। দ্বিতীয় বিশ্বযদ্ধের ৭০ বছর অতিক্রান্ত হওয়ার পর জার্মানিতে অবিস্ফোরিত বোমা পাওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই সেখানে নির্মাণ শ্রমিকরা এ ধরনের বোমার সন্ধান পান।

সর্বশেষ আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | মে ২৮, ২০১৫