| রাত ১:৪৪ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রেমিকার উপহারের টাকা জোগার করতে জোড়া খুন

অনলাইন ডেস্ক,২৭ মে ২০১৫, বুধবার:

প্রেমিকার উপহারের টাকা জোগাড় জোড়া খুন করেছে মো. বেলাল বলে জানিয়েছে পুলিশ। আজ গ্রেপ্তার বেলাল পুলিশের কাছে এমনই জবানবন্দী দিয়েছেন। চট্টগ্রাম নগরীর সদরঘাট দক্ষিণ নালাপাড়া এলাকায় ৭ই মে সকালে মা ও মেয়ে খুন হন। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. বেলালকে (১৯) গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই পরিবারে বেলালের অবাধে আসা-যাওয়া ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দুই দিন আগে বেলাল তার ভাই শাহ আলমের দোকানে গিয়ে একটি ছুরি সংগ্রহ করে পাশের ডাস্টবিনে লুকিয়ে রাখে। ঘটনার দিন ৭ মে সকাল ৯টার দিকে বেলাল শাহ আলমের বাসায় প্রবেশ করে। প্রথমে শাহ আলমের স্ত্রী নাছিমা বেগমকে (৩৭) উপর্যুপরি ছুরিকাঘাত করে বেলাল। পরে মেয়ে রিয়া আক্তার (১০) মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে বের হয়ে আসলে তাকেও টেনে বাথরুমে নিয়ে জবাই করে পাশেই ছুরিটি ফেলে রেখে যায় বেলাল। এসময় দুটি মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায় সে। সেগুলো বিক্রি করে বান্ধবীর জন্য একটি টেলিভিশন, একটি ডিভিডি প্লেয়ার ও দু’টি সাউন্ড বক্স কেনে বেলাল। যা পরে তার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১০:১২ অপরাহ্ণ | মে ২৭, ২০১৫