| সকাল ৬:৫২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আদিবাসী নারীকে ধর্ষণের ঘটনায় ফুলবাড়ীয়ায় সোচ্চার আদিবাসীরা

আ. জব্বার, ফুলবাড়ীয়া : ২৭ মে ২০১৫, বুধবার: 

ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতীলেইট গ্রামের আদিবাসী তরম্নণীকে ঢাকায় ধর্ষণের ঘটনায় ফুলবাড়ীয়া উপজেলা সদরে আদিবাসীদের ৬ সংগঠন সোচ্চার হয়ে প্রায় ঘন্টাব্যাপী মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নেটওয়ার্ক ফুলবাড়ীয়া, ট্রাইবালওয়েল ফেয়ার এসোসিয়েশন, আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরাম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সিবিও হাতীলেইট, দরগাচালা গারো আদিবাসী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন লুইস সুপ্রভাত জেংচাম, মিখায়েল রেমা, দানিয়েল চাম্বুগং, ইস্টার চাম্বগং, বিউটি মানখিন, অঞ্জনা সাংমা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিপুল হোড়, উপজেলা ছাত্রলীগ সভাপতি হারম্নন অর রশিদ প্রমুখ।
এছাড়া সংহতি প্রকাশ করেন উদীচি শিল্পী গোষ্ঠী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টী ফুলবাড়ীয়া তাদের দাবীর সাথে একাত্নতা প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড থেকে ওই তরম্নণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটি যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ বিষয়ে মেয়েটি রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন। মামলায় তিনি উলেস্নখ করেন, চলনত্ম মাইক্রোবাসে পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৮ অপরাহ্ণ | মে ২৭, ২০১৫