| সন্ধ্যা ৬:০৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে ভ্রাম্যমান আদালত চোরকে ২ বছরের সাজা প্রদান

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ২৭ মে ২০১৫, বুধবার:
কিশোরগঞ্জের বাজিতপুর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোসত্মফা কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের আবুল মিয়ার ছেলে জোনাঈদ মিয়া (১৮) কে ২ বছরের সাজা প্রদান করেন আজ বুধবার সকালে। উলেস্নখ্য বাজিতপুর ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক ও মথুরাপুর ভাড়ারত বাসা থেকে গত মঙ্গলবার সকালে জোনাঈদ মিয়া ও একদল মোবাইল চোর একটি এনড্রয়েড মোবাইল সেট চোরি করে নিয়ে যায় জোনাইদ ও মোবাইল চোরের দল। তারা গত কয়েক বছর ধরে মোবাইল চোরি করে আসছিল বলে এলাকাবাসী ও পুলিশ সাংবাদিকদের জানান।

সর্বশেষ আপডেটঃ ৬:১৮ অপরাহ্ণ | মে ২৭, ২০১৫