| সকাল ৯:১৬ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

আজ পর্দা উঠছে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের

অনলাইন ডেস্ক,২৭ মে ২০১৫, বুধবার:

এশিয়ান ট্যুর বাংলাদেশ ওপেনের পর্দা উঠছে আজ। বাংলাদেশ গলফ ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো বাংলাদেশের অনুষ্ঠিত হতে যাচ্ছে গলফের এই বৃহৎ আসর। ৩ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বের ২৫টি দেশের ১৫৬ জন নামি-দামি গলফারের পদচারণায় এখন মুখরিত কুর্মিটোলা গলফ কোর্স।
চলতি বছর এশিয়ান ট্যুরে যে পাঁচটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে বাংলাদেশ ওপেন তন্মধ্যে একটি। আর এই টুর্নামেন্টে শুধু এশিয়ার সেরা গলফাররাই নয়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়ার প্রতিযোগিরাও অংশ নিচ্ছেন। স্বাগতিক হওয়ার সুবাদের শুধু বাংলাদেশ থেকেই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ৩১ জন গলফার। যার মধ্যে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান একজন। সিদ্দিকুরের সঙ্গে টপ র‌্যাঙ্কধারী আরও যেসব খেলোয়াড় আছেন তারা হলেন, ভারতের রশিদ খান, থাইল্যান্ডের থর্ন উইরাচ্যান্ট, ইংল্যান্ডের স্টিভ লিউটন, অস্ট্রেলিয়ার মার্কাস বোথ, যুক্তরাষ্ট্রের বেরি হেনসন, স্পেনের কার্লোস পিজেম, দক্ষিণ আফ্রিকা ব্রাইস ইস্টটন এবং সুইডেনের নিকোলাস জোহানসনের মতো তারকা। বাংলাদেশ শুধু এশিয়ান ট্যুর আয়োজন করেই বিশ্ববাসীর দৃষ্টি কাড়েনি। বাংলাদেশ ওপেনের অন্যতম দাবিদারও স্বাগতিকরা। তাই শুধু জমকালো আয়োজনেই নয় বিশ্ববাসীর দৃষ্টি থাকবে গলফে বাংলাদেশের গর্ব দুইবার এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুরের দিকেও। টুর্নামেন্টে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদীও তিনি। টুর্নামেন্ট সামনে রেখে সিদ্দিকুর বলেন, ‘আমি যদি নিজের সেরাটা খেলতে পারি, আমার বিশ্বাস শিরোপা আমিই জিতবো। এটা আমার জন্য স্বর্ণালী সুযোগ শিরোপা জিতে নিজেকে প্রমাণ করা, সেই সঙ্গে বাংলাদেশের গলফাররাও যে সেরা সেটাও প্রমাণ করা।’  টুর্নামেন্টের প্রাইজমানি ৩ লাখ ডলার হলেও চ্যাম্পিয়ন যিনি হবেন তিনি পাবেন মোট টাকার শতকরা ১৮ ভাগ। এভাবে কাট পেরিয়ে ৬৫ জনে যারা উন্নীত হবেন অর্থাৎ তৃতীয় রাউন্ডে যারা উঠবেন সেই ৬৫ জনের প্রত্যেকের মধ্যেই আনুপাতিক হারে প্রাইজমানির অর্থ ভাগ করে দেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১:৫৩ অপরাহ্ণ | মে ২৭, ২০১৫