| রাত ১২:০৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মসিংহে ওয়ার্ল্ড ভিশনের দু’দিনের সাংবাদিকতা ও ফটোগ্রাফি প্রশিক্ষণ সম্পন্ন

 

এএইচএম মোতালেবঃ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এডিপি এর উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনের সাংবাদিকতা ও ফটোগ্রাফি প্রশিক্ষণ আজ মঙ্গলবার অপরাহ্নে শেষ হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এডিপি লাইভলীহুড প্রজেক্ট ম্যানেজার লিনা জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন কেন্দ্রীয় অফিসের এডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গমেজ, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ওসমানিয়া মেডিকেল কলেজ এর ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রফেসর ডাঃ আবুল মনসুর, চাইল্ড স্পোন্সর প্রজেক্ট এর প্রোগ্রাম অফিসার দিপংকর , দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা বিপ্লব রিসিল, দৈনিক খবর এর জেলা সংবাদদাতা এএইচএম মোতালেব, দৈনিক কালের কন্ঠের ময়মসিংহ প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ও প্রকল্প সহকারী নুরুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষনে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট ও চাইল্ড জার্ণালিস্ট ফোরামের সদস্যসহ মোট ২৬জন শিক্ষার্থীগন অংশ গ্রহন করেন। বেসিক ফটোগ্রাফি, ক্যামেরা অপরেটসহ ছবির ক্যাপশন, এবং শিশু সাংবাদিকদের বুনিয়াদী কোর্স এর উপর এর প্রশিক্ষণ প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫