| রাত ১১:০৩ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

ফুলপুরে অটোরিকসা চালকের লাশ উদ্ধার

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :২৬ মে ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় মামুন মিয়া (১৩) নামে এক অটোরিকসা চালকের লাশ উদ্ধার হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় বওলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মামুন মিয়া বওলা বাজার থেকে অটোরিকসায় যাত্রী নিয়ে বালিয়া চৌরাস-ায় আসার পথে অটোরিকসাসহ নিখোঁজ হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুরান নগর এলাকায় মোনায়েমের বাড়ির পাশের জঙ্গলে উলঙ্গ ও গলায় লঙ্গী পেচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। বওলা গ্রামের আন্তাজ আলীর অটোরিকসা দুলাল মিয়া চালাতেন। এদিন সে বদলী চালক হিসেবে বের হয়ে অটোরিকসাসহ নিখোঁজ হয়। #

সর্বশেষ আপডেটঃ ৯:১৪ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫