| রাত ৯:৩৮ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

গারো আদিবাসীকে ধর্ষনের বিচারের দাবীতে শহরে গারোদের বিক্ষোভ মানববন্ধন

এএইচএম মোতালেবঃ ২৬ মে ২০১৫, মঙ্গলবার,
ঢাকা রাজধানীতে  মাইক্রোবাস থেকে নামিয়ে ক্ষুদ্র, নৃ-গোষ্ঠী আদিবাসী গারো তরুনীকে ধর্ষনের ঘটনায় ময়মনসিংহ শহরে  আজ মঙ্গলবার সকাল ১০টায় মযমনসিংহ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও ট্রাইবাল এসোসিয়েশন যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং বক্তব্য রাখেন, শশাংক রিসিল, সুমন মালাকার, ট্রাইবাল এসোসিয়েশন এর সভাপতি হিল্লোল নকরেক। কবি অরণ্য চিচাম, প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন ধর্ষনকারীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রয়োজনীয় ব্যবস’া গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৫ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫