| রাত ৯:২৯ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীর কাকিলাকুড়ায় ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

 

শ্রীবরদী সংবাদদাতা ঃ ২৬ মে ২০১৫, মঙ্গলবার,

আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩ নং কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি ভবন মাঠে ২০১৫-২০১৬ অর্থ বছরের বার্ষিক খসড়া উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বারের মতো উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে বরাদ্দ রেখে ১ কোটি ১৭ লক্ষ ১৫ হাজার ৫শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মোঃ হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ্‌, বিশেষ অতিথি হিসেবে এলজিএসপি-২ প্রকল্পের শেরপুরের দায়িত্বপ্রাপ্ত ফ্যাসিলিটর মোঃ আব্দুর রহিম ও গবরীকুড়া এ.কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান উপসি’ত ছিলেন। উন্মুক্ত বাজেট মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ, স্থানীয় ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার কাজী সাইফুল মালেক, গবরীকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তুষার, সমাজ কর্মী আবু রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, ইউপি সদস্য বাহাদুর মিয়া প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজ সেবক ও সাংবাদিক তালেব হোসেন তোতা, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক রমেশ সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, ইউপি সদস্য সহ সুধী মহলের নেতৃবৃন্দরা উপসি’ত ছিলেন। উন্মুক্ত আলোচনা সভায় ইউপি সচিব হুমায়ুন কবির বলেন, ২০১৫-২০১৬ অর্থ বছরের অত্র ইউনিয়নের বাজেট প্রস্তাবনায় মোট প্রাপ্তি ১ কোটি ১৭ লক্ষ ১৫ হাজার ৫শত টাকা, মোট ব্যয় ১ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ৬শত ৯০টাকা, সমাপনী জের ১ লক্ষ ৪৫ হাজার ৮শত ১০ টাকা। এই গণমূখী বাজেট বাস-বায়িত হলে অত্র ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, বাজার উন্নয়ন, রাস-াঘাট উন্নয়ন বাস-বায়ন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৫ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫