| রাত ১০:২৫ - বুধবার - ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

নেত্রকোণার কলমাকান্দায় বজ্রপাতে নিহত ৩ ও আহত ৫

নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোণায় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে সোমবার বিকালে বজ্রপাতে ৩জন নিহত ও ৫জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন, গবিন্দপুর এলাকার শরাফত আলী (৩৫), হাসনাগাও এর ঝুমা আক্তার (৯), মার্জিনা (১১)। ঐদিন বিকাল থেকেই মুসলধারে বৃষ্টি শুরু হলে তাঁরা নিজেদের বসত ঘরেই অবস্থান করছিলেন। আহতরা হলেন, কল্পনা আক্তার (৩০), খাদিজা (৪২), বন্যা (১৮), সুমা (১৩) রুকসানা (৩)। এছাড়া কলমাকান্দার প্রায় ইউনিয়নে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫