| দুপুর ১২:৪৮ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

ব্লাটারকে ‘স্বৈরাচার’ অভিহিত করলেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক, ২৬ মে ২০১৫, মঙ্গলবার:

সেপ ব্লাটারকে চোখপড়ে দেখতে পারেন না দিয়েগো ম্যারাডোনা। এর আগে ফিফা প্রেসিডেন্টকে অনেক কিছুই বলেছেন তিনি। তবে ব্লাটারকে এবার ‘স্বৈরাচার’ বলে অভিহিত করলেন আর্জেন্টিনার এ কিংবদন্তি ফুটবলার। ২৯ মে ফিফা প্রেসিডেন্ট নির্বাচত হবে। লুইস ফিগো ও ভ্যান প্রাগ সরে যাওয়ার পর প্রেসিডেন্ট পদে লড়ার জন্য এখন আছেন শুধু ব্লাটার ও প্রিন্স আলী বিন হুসাইন। আলীকে হারিয়ে ব্লাটার টানা পঞ্চমবারের মতো ফিফা  প্রেসিডেন্ট হবেন বলে অনেকে মনে করছেন। আর এতেই চটেছেন আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা। বলেন, ‘ব্লাটার চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্ব ফুটবলের জন্য কী করেছে? সে একজন স্বৈরাচার। শুনছি- সে নাকি পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্ট হবে। কিন্তু কেন? বিশ্বের ফুটবলবোদ্ধাদের এ ‘স্বৈরাচার’কে প্রতিহত করা উচিৎ’।

সর্বশেষ আপডেটঃ ৬:০২ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫