| রাত ১:৩৮ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

দুবাই যাচ্ছেন সালমান

অনলাইন ডেস্ক, ২৬ মে ২০১৫, মঙ্গলবার:

বলিউডের অভিনেতা সালমানকে ২৯ মে এক অনুষ্ঠানে পারফর্ম করতে দুবাই যাওয়ার অনুমতি (ট্র্যাভেল পারমিশন) দিয়েছেন বোম্বে হাইকোর্ট। মঙ্গলবার এ আদেশ দেন আদালত।

গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছেন বলিউডের এ সুপারস্টার। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাকে।

কিন্তু হত্যা মামলার আসামী হওয়ায় দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিলো আদালতের। তাই তিনি ক’দিন আগেই অনুমতি চেয়ে আবেদনটি করেন।

এরই মধ্যে জামিনে মুক্তি পেয়ে কাশ্মিরে তার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এর শুটিংও শেষ করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:০৩ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫