| বিকাল ৪:২৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশেষ অতিথি চরিত্রে ববি

অনলাইন ডেস্ক ,২৬ মে ২০১৫, মঙ্গলবার:

এসএ হক অলিক পরিচালিত এবং শাকিব খান ও পরীমনি অভিনীত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি চরিত্রে অভিনয় করছেন আলোচিত নায়িকা ববি। ছবিতে তিনি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করছেন। অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, প্রথমত চরিত্রটি সুন্দর, একজন চিত্রনায়িকার। দ্বিতীয়ত, ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু ভাই এবং পরিচালক এসএ হক অলিক ভাই। এ দুইজনের অনুরোধে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে আমি সানন্দে অভিনয় করেছি। এবং অতিথি চরিত্রে হলেও বেশ গুরুত্বের সঙ্গেই উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। ববি অভিনীত এ পর্যন্ত ৯টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো, খোঁজ দ্য সার্চ, দেহরক্ষী, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার, ইঞ্চি ইঞ্চি প্রেম, ফুল অ্যান্ড ফাইনাল, স্বপ্ন ছোঁয়া, আই ডোন্ট কেয়ার এবং অ্যাকশন জেসমিন। হাতে রয়েছে বেশ অনেক ছবি। এর মধ্যে ওয়ানওয়ে, ব্ল্যাকমেইল, পিকনিক, রংবেরং, রক্ষা এবং আরও ভালবাসবো তোমায়। এর মধ্যে আরও ভালবাসবো তোমায় আসন্ন ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ১:৪১ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫