| সন্ধ্যা ৭:২৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কানে সেরা অভিনেতা ভিনসেন্ট অভিনেত্রী ইমানুয়েলে ও রুনি

অনলাইন ডেস্ক ,২৬ মে ২০১৫, মঙ্গলবার:

২৪শে মে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নেমেছে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ উৎসবের জমকালো পুরস্কার প্রদান অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন নামীদামি সব তারকা। উপস্থিত ছিলেন জুরিবোর্ডের সব সদস্য। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শুরু হয়ে রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা) গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী শেষ হয়। এর মধ্য দিয়ে শেষ হলো ১২ দিনের মহাযজ্ঞ। এদিকে এবারের কান উৎসবে সবচেয়ে মর্যাদাকর স্বর্ণপাম পুরস্কার জিতেছে ফরাসি ছবি ‘ধীপান’। এটি নির্মাণ করেছেন পরিচালক জ্যাক আদিয়াদ। এবার মূল প্রতিযোগিতা বিভাগে ছিল মোট ১৯টি ছবি। গাস ফন স্যান্ট, ন্যানি মোরেত্তি, পাওলো সরেন্তিনোর মতো খ্যাতিমান নির্মাতাদের পেছনে ফেলে নিজের দেশেই সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি রাখার গৌরব অর্জন করেন জ্যাক আদিয়াদ। কোয়েন ভ্রাতৃদ্বয় এবং ফরাসি অভিনেত্রী সেসিল ডি ফ্রান্স স্বর্ণপাম তুলে দেন জ্যাকের হাতে। এছাড়াও কান উৎসবে গ্র্যান্ড পিক্স পুরস্কার পেয়েছে লাজলো নেমেস পরিচালিত ছবি ‘সান অব সাউল’। কান চলচ্চিত্র উৎসবে এবার সেরা
পরিচালকের পুরস্কার ও সম্মাননা উঠেছে হো সিয়াও সিয়েনের হাতে। তাইওয়ানের ছবি ‘দ্য অ্যাসাসিন’-এর জন্য তিনি এ পুরস্কার পান। এছাড়াও চীনের ছবি ‘এ টাচ অব সিন’-এর জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন জিয়া ঝ্যাংকে। অন্যদিকে এবার সেরা অভিনেতা হয়েছেন ভিনসেন্ট লিনদন। ‘দ্য মেজার অফ এ ম্যান’ ছবির জন্য তিনি এ পুরস্কার পান। নাম ঘোষণার পরপরই তার চোখ আনন্দে ভিজে ওঠে। দীর্ঘদিন বেকার থাকার পর পরিবারের কথা ভেবে সুপারমার্কেটের নিরাপত্তাকর্মীর চাকরিতে যোগ দেয়া কর্মচারীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন তিনি। মঞ্চে এসে পুরস্কার গ্রহণের আগে আবেগাপ্লুত ৫৫ বছর বয়সী এ ফরাসি অভিনেতা একে একে সব বিচারককে জড়িয়ে ধরেন। তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেত্রী মিশেল রড্রিগেজ। এছাড়াও কানের জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যৌথভাবে ইমানুয়েলে বেরকট এবং রুনি মারা। জুরি প্রাইজে সেরা ছবির পুরস্কার পেয়েছে ইওর্গেস লানটিমস পরিচালিত ‘দ্য লবস্টার’ ছবিটি। শর্টফিল্ম বিভাগে স্বর্ণপাম পুরস্কার জিতেছে এলি দাঘের পরিচালিত ‘ওয়েভস ৯৮’। সম্মানসূচক বিশেষ স্বর্ণপাম পুরস্কার পেয়েছেন স্বনামধন্য নির্মাতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার এগনেস ভারদা।

সর্বশেষ আপডেটঃ ১:৩২ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫