| সকাল ৯:২৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চরম নাটকীয়তা ইংল্যান্ডের জয়

অনলাইন ডেস্ক ,২৬ মে ২০১৫, মঙ্গলবার:

চরম নাটকীয়তা জন্ম দিয়ে শেষ পর্যন্ত লর্ডস টেস্ট জিতলো ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি তারা জিতেছে ১২৪ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৯ ও নিউজিল্যান্ড ৫২৩ রান করে। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে ৪৭৮ রান। টেস্টের শেষ দিন শেষ ইনিংসে জয়ের জন্য সফরকারী নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৭৭ ওভারে ৩৪৫ রান। কিন্তু দিনের ৯.৩ ওভার বাকি থাকতে ২২০ রানে গুটিয়ে যায় কিউইরা। এতে ১২৪ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। নিজেদের শেষ ইনিংসে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ৫৯ ও কোরি অ্যান্ডারসন করেন সর্বোচ্চ ৬৭ রান। ইংল্যান্ডের হয়ে শেষ ইনিংসে স্টুয়ার্ট ব্রড ৫০ ও স্টোকস ৩৮ রানে ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৯২ ও দ্বিতীয় ইনিংসে ১০১ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

সর্বশেষ আপডেটঃ ১:২৬ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫