| রাত ৯:৫১ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

নাটোরে বিএনপি সমর্থিত দুই উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক | ২৫ মে ২০১৫, সোমবার,

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত আদেশে এ দু’বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার নাটোরের জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো বরখাস্তের আদেশ বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের একরামুল আলমের হাতে পৌঁছে। এর বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানান তিনি।  অপরদিকে, বরখাস্তের চিঠি এখনো হাতে পাননি বলে জানান নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এড. সাখাওয়াত হোসেন।

সর্বশেষ আপডেটঃ ১০:৪১ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫