| রাত ৯:০০ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

তারাকান্দায় সোনালী ব্যাংক শাখার উদ্ভোধন

তারাকান্দা প্রতিনিধি ঃ গতকাল সোমবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে সোনালী ব্যাংক লিঃ এর ১২০৬ তম শাখার উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোধনী সভায় প্রধান অতিথি শরীফ আহম্মেদ এম পি শাখার উদ্ভোধন করেন। উদ্ভোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল সোনালী ব্যাংক লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ মোরশেদ আলম খন্দকার, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ শের মাহাবুব মুরাদ। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, সোনালী ব্যাংক, ময়মনসিংহ কর্পোরেট শাখার এজিএম আলতাফ হোসেন খন্দকার, তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল আলম, তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি এম এ কাশেম সরকার, সোনালী ব্যাংক ফুলপুর শাখার ব্যবস’াপক মোঃ হযরত আলী, বালিয়া শাখার প্রাক্তন ব্যবস’াপক নিতাই চন্দ্র সরকার, তারাকান্দা শাখা ব্যবস’াপক মোঃ আনোয়ার হোসেন ও ব্যবসায়ী আলহাজ্ব শাহজাহান খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিন্সিপাল অফিসার মোঃ আতাউর রহমান।

সর্বশেষ আপডেটঃ ৮:০০ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫