| রাত ১২:০০ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে মানুষ-হাতি বিরোধ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

ঝিনাইগাতী প্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদে দি ওয়ার্ল্ড ব্যাংক এর সহযোগীতায় মানুষ-হাতি বিরোধ ব্যবস’াপনা প্রশিড়্গণ অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরড়্গণ বিভাগ, শেরপুর ও হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি (হিড্‌স) এর বাসত্মবায়নে ২৫ ও ২৬ মে সোমবার ও মঙ্গলবার ২ দিন ব্যাপী প্রশিড়্গণে হিড্‌স এর নির্বাহী পরিচালক রম্নহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন মানুষ-হাতি বিরোধ ব্যবস’াপনা প্রকল্প, হিড্‌স এর প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর আব্দুল ওয়াহাব আকন্দ, ঝিনাইগাতী প্রেসক্লাব এর আহবায়ক হারম্নন অর রশিদ দুদু, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা জিলস্নুর রহমান, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম, মানুষ-হাতি বিরোধ ব্যবস’াপনা প্রকল্প, হিড্‌স এর কো-ইনভেষ্টিগেটর আনিছুর রহমান। উক্ত প্রশিড়্গণে অংশগ্রহণ করেন শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৮ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫