মুক্তাগাছায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন
মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়নের বেজবাড়ী গ্রামের মোঃ আবু হানিফ নামে এক মৎস্য ব্যবসায়ীর ফিশারী পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, মোঃ আবু হানিফের সাথে একই গ্রামের হাবিবুর রহমান, শামছুল হক, মোতালেব এর সাথে পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে গত রবিবার দিবাগত রাত ১০ ঘটিকায় হাবিবুর রহমান গংরা আবু হানিফের ফিশারী পুকুরে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের সময় ফিশারীতে প্রহরারত অবস’ায় লোকজন তাদেরকে দেখে ফেলে। বিষ প্রয়োগের ২ ঘণ্টার মধ্যেই পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরতে শুরু করে। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে পাংগাস, রুই, কাতলা, সিলভার, কার্প, শিং জাতীয় ১০ লাখ টাকার মাছ ভেসে উঠে। এহেন পরিসি’তিতে গ্রামবাসী ঘটনাস’লে এসে আবু হানিফকে থানা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন। খরব পেয়ে রাতেই পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেন। এ ব্যাপারে আবু হানিফ বাদী হয়ে মুক্তাগাছায় থানায় অভিযোগ দায়ের করে।