| রাত ১০:৫০ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছায়ানটে দুই দিনের নজরুল উৎসব

অনলাইন ডেস্ক ,২৫ মে ২০১৫, সোমবার:

জাতীয় কবি নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করেছে দুই দিনের নজরুল উৎসব। ১৫ জ্যৈষ্ঠ [শুক্রবার] সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবনে উৎসবের উদ্বোধন করবেন শিল্পী এসএম আহসান মুর্শেদ।

উদ্বোধন শেষে নজরুল স্মরণে থাকছে আমন্ত্রিত ও ছায়ানটের শিল্পীদের একক গান, আবৃত্তি ও সুরসপ্তকের পরিবেশনা। দ্বিতীয় দিন ১৬ জ্যৈষ্ঠ [শনিবার] সন্ধ্যা ৬টায় অধ্যাপক সুমন সাজ্জাদের নজরুল স্মারক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকছে সাংস্কৃতিক সংগঠন হিন্দোলের পরিবেশনা।

তারপর নজরুলের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে নৃত্যনন্দনের শিল্পীরা। নির্দেশনা দিয়েছেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ থাকছে ছায়ানটের শিল্পীদের আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫