| রাত ১০:০০ - বুধবার - ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

অবৈধপথে যারা সাগরে যাচ্ছে তারা অসুস্থ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ,২৪ মে ২০১৫, রবিবার

 

যারা সরকারে বৈধ পন্থা ছেড়ে অবৈধভাবে সাগরপথে অনিশ্চয়তায় পাড়ি জমাচ্ছে তাদের ও দালালদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সচিবালয়ে প্রোমো ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, ‘অবৈধপথে যারা সাগরপথে যাচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ। এভাবে যারা বিদেশে যাচ্ছে তারা অভাবের কারণে নয়, আয় রোজগারের সোনার হরিণের পিছনে ছুটার মানসিকতায় সাগরে পাড়ি দিচ্ছে। তারা দেশের সুনাম ক্ষুন্ন করছে।’

কেউ যাতে অবৈধভাবে বিদেশ যেতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত গত তিন মাসে যে জ্বালাও পোড়াও করেছে তার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। বিশেষ করে অর্থনীতি, শিক্ষা ও শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ৯:৪০ অপরাহ্ণ | মে ২৪, ২০১৫