| রাত ৮:১৯ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

আবারো ফিরছেন মুক্তি

অনলাইন ডেস্ক ,২৪ মে ২০১৫, রবিবার:

২০০২ সালে ‘অগ্নিগিরি’ নাটকে অভিনেতা তৌকির আহমেদের সঙ্গে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেত্রী মুক্তি। এরপর মিডিয়াতে আজও টানা কাজ করে যাচ্ছেন। তবে মাঝে তাকে একটু কম কাজ করতে দেখা গেলেও আবারো ফিরছেন তিনি।

এবারের ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘গণক কাজীর মার্কেট’। পিয়ার মোহাম্মদের রচনায় এটি পরিচালনা করছেন শিমুল সরকার।

এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হাসান মাসুদ প্রমূখ।

নাটকটি নিয়ে মুক্তি বলেন, ‘আমি একটু বেছে কাজ করতে পছন্দ করি। এ নাটকে আমার চরিত্রের নাম কামনা। কাজীর বৌ এর চরিত্রে অভিনয় করতে দেখ‍া যাবে। হাসির নাটক এটি। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘গণক কাজীর মার্কেট’।

সর্বশেষ আপডেটঃ ৪:২৭ অপরাহ্ণ | মে ২৪, ২০১৫