| সকাল ৮:০১ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের

অনলাইন ডেস্ক ,২৪ মে ২০১৫, রবিবার:

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় উৎসব কান। আর এ উৎসবের জন্য সারা বছর মুখিয়ে থাকেন চলচ্চিত্রের বাসিন্দারা। নিজেকে সেখানে উপস্থাপন করতে পারায় যেন অন্যরকম এক আনন্দ খুঁজে পান নানা দেশের চলচ্চিত্রের মানুষজন। তাই বিশ্বের বাঘা বাঘা চলচ্চিত্র তারকা পূর্বপরিকল্পনা অনুযায়ী ঠিক সময়মতো এতে হাজির হন নিজস্ব স্টাইলে। ব্যতিক্রম হয়নি এবারের কান চলচ্চিত্র উৎসবেও। ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কান যেন কয়েক দিন ধরে মুখরিত এক তারার মেলা। এখানে বিশ্বের সেরা তারকারা মিলিত হয়েছেন একই আঙ্গিনায়। বিশেষ করে হলিউড আর বলিউড তারকারা ১২ দিন ধরে নিজেদের উজ্জ্বল উপস্থিতির আলোয় আলোকিত করে রেখেছেন এ উৎসবের চৌহদ্দি। কিন্তু দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো উৎসব সমাপনীর। আজ ভেঙে যাচ্ছে এ তারার আসর। ১৩ই মে ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কানে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। এ বছর মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৯টি চলচ্চিত্র। উন সার্টেন রিগার্ড ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে আরও ১৯টি। প্রতিযোগিতার বাইরে থেকে প্রদর্শিত হয়েছে ৬টি চলচ্চিত্র। মিডনাইট প্রজেকশন্সে আছে তিনটি আর স্পেশাল স্ক্রিনিংয়ে ৭টি চলচ্চিত্র। এ ছাড়া শর্ট ফিল্ম ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন ফিল্ম স্কুলের শিক্ষার্থীদের বানানো আরও ১৮টি শর্ট ও মিডিয়াম লেংথ মুভি দেখানো হয়েছে সিনেফন্ডেশন ক্যাটাগরিতে। কান ক্ল্যাসিকস ক্যাটাগরির সিনেমাগুলোকে তিনটি উপ-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রিস্টোর্ড প্রিন্টস, ডকুমেন্টারিস ও ট্রিবিউটস। ১৬টি ক্ল্যাসিক চলচ্চিত্রের প্রিন্ট রিস্টোর করে দেখানো হচ্ছে। ডকুমেন্টারি সেকশনে ভুক্তি সংখ্যা ১০। আর ট্রিবিউটস সেকশনে ভুক্তি ৬টি। আর শহরটির মেসিয়া বিচে যে বিশেষ প্রদর্শনী হয়, সিনেমা দি লা প্লাগ, তাতে দেখানো হয়েছে আরও ১১টি চলচ্চিত্র। উৎসবটিতে মূল আয়োজকদের আয়োজনের বাইরেও কিছু আয়োজন রয়েছে। তারই একটি ডিরেক্টরস ফোর্টনাইট। আর এ আয়োজনে দেখানো হয়েছে আরও ১৫টি চলচ্চিত্র। এদিকে প্রতিযোগিতা শেষে আজই সমাপনী দিনে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হবে। কারা পুরস্কৃত হচ্ছেন তারই অপেক্ষায় রয়েছেন বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা।

সর্বশেষ আপডেটঃ ১:২২ অপরাহ্ণ | মে ২৪, ২০১৫