| রাত ৪:০১ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজশাহী বিভাগে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

অন লাইন ডেস্ক, ২৩ মে ২০১৫, শনিবার,  

মহাসড়কে যান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার দাবীতে আগামী সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। পরিবহন শ্রমিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ওই কর্মসূচী ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের পক্ষে সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল ওই আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সম্প্রতি ফরিদপুরে সোহাগ পরিবহনের বাস ডাকাতির ঘটনায় চালক ও হেলপারকে আটকসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং নির্যাতনের নিন্দা জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়া পর্যন্ত পরিবহন শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতা কামরুল মোর্শেদ আপেল জানান, বাস এবং ট্রাকে কর্মরত চালক ও হেলপারসহ সকল শ্রমিক একযোগে এই কর্মসূচী পালন করবে। সংবাদ সম্মেলনে গত ১৩ই মে ঢাকায় শাহ্্ ফতেহ্্ আলী পরিবহনের একটি বাসে ছাত্রলীগ কর্মীদের হামলা, শ্রমিকদের মারপিট এবং চালকের পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ওই হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশ আটক কররেও পরে তাদের ছেড়ে দেয়। একইভাবে পরদিন ১৪ মে চট্টগ্রাম থেকে গাজীপুর আসার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে অপর এক ট্রাকের চালক এবং হেলপারের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পরেও হামলাকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এসব কারণে পরিবহন শ্রমিকরা মহাসড়কে এখন নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই মিথ্যা অভিযোগে গ্রেফতার পরিবহন শ্রমিকদের মুক্তি এবং দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ ম-ল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ও আনোয়ার হোসেন রানা।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৭ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫