| রাত ১১:০৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে সেতু’র অভাবে ৫ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২৩ মে ২০১৫, শনিবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ও আচারগাঁও ইউনিয়নের ৫ গ্রামের মানুষ ও মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের একটি সেতু’র অভাবে জীবনের ঝুঁকি নিয়ে এক বাঁেশর সাকো দিয়ে চলাচল করতে হচ্ছে। গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় ,নরসুন্দা নদীর পূর্ব পাড়ে আচারগাঁও ইউনিয়নের শেখের ডেংগর, রামনগর,ও খামধারা ও পশ্চিম পাড়ে শেরপুর ইউনিয়নের মাটিকাটা ও হাসেনপুর গ্রাম। এ ৫ টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা ও মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র/ছাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে এক বাঁশের সেতু দিয়ে পারাপার হতে হচ্ছে। এলাকাবাসী জানায়, অনেক সময়ে সেতু পারাপার হতে গিয়ে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে া জনগন ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পারাপারের দুরাবস্থা দেখার কেউ নেই। না আছে এ দুর্ভোগের প্রতি সরকারী কর্মকর্তাদের দৃষ্টি না আছে জনপ্রতিনিধিদের দৃষ্টি। জরম্নরী ভিত্তিতে এ স্থানে একটি সেতু নির্মানের দাবী সংশিস্নষ্ট্র এলাকার জনগনের ।#

সর্বশেষ আপডেটঃ ৫:৪৮ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫