| সকাল ৬:৪৭ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের আশংকা

ধোবাউড়া প্রতিনিধিঃ  ২৩ মে ২০১৫, শনিবারঃ
ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধ যে কোন সময় সংঘর্ষ ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার নয়নকান্দি গ্রামের মৃত কুলে আলীর ছেলে সুবেদ আলীর বিক্রি করা জমি নিয়ে বিরোধ চলছে তারই ছোট ভাই শুকুর মাহমুদ পিতা মৃতঃ কুলে আলীর সাথে। উল্লেখ্য যে নয়নকান্দি মৌজার খতিয়ান নং-৭৪,দাগ নং-৪৪০০, দলিল নং ৩৭২০ এ মোট সাড়ে ৩৭ শতাংশ জমি সুবেদ আলী বিক্রি করে একই গ্রামের তৈয়ব আলী ও আয়ুব আলী পিতা মৃত সাহেদ আলীর কাছে। কিন’ সরকারের রাজস্ব ফাঁিক দেওয়ার উদ্দেশ্যে, এবং খারিজ ও পিউশানের ভয়ে জমি দানসুত্রে দলিল করা হয়। আর জমির মূল্য ৪২,০০০ টাকা। এ ঘটনায় বিক্রিত মালিকের ছোট ভাই বাদী হয়ে মোহাম্মদী আইনের মতে সুফা বা অগ্রক্রয়ের মোকাদ্দমা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় সুবেদ আলী যাকে জমি দিয়েছেন সে তার কোন আত্বীয় হয়না। এ দিকে বর্তমান মালিক তৈয়ব আলী ও আয়ব আলী স্বাক্ষী দিয়েছেন জমি সাবেক মালিকের দখলে রয়েছে। কিন’ সরেজমিনে গিয়ে জানা যায় জমির ভোগ দখল করছে ক্রয়সূত্রে বর্তমান মালিক তৈয়ব আলী ও আয়ব আলী। এ নিয়ে জনমনে প্রশ্ন কিভাবে জমি দান করে দেওয়া হয়। শুকুর মাহমুদ এর বাতিজা নুরুল ইসলাম, ছেলে আসাদুজ্জামান, স্থানীয় মুক্তিযোদ্ধা আঃ কাদির বলেন দানপত্র বাতিল করে আমরা সাফ কাওলা ঘোষনা করার দাবি জানা্‌চ্িছ।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৭ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫