| রাত ১০:৩১ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছায় ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ায় কলেজ ছাত্র খুন

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৩ মে ,শনিবার,
ময়মনসিংহের মুক্তাগাছার সৈয়দ গ্রামে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ায় যুবকের ছুরিকাঘাতে মাজহারুল ইসলাম(২০) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায় খেরুয়াজানী ইউনিয়নের সৈয়দ গ্রামের আজব আলী মোড়লের পুত্র আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মাজহারুল ইসলামের সাথে একই বাড়ির সাইফুল ইসলামের পুত্র সুমন মিয়া শুক্রবার বিকালে বাড়ির পাশে পতিত মাঠে ক্রিকেট খেলতে গিয়ে ঝগড়া করে। এর জের ধরে ঐদিনই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতে এসে সুমন মিয়া ধারালো ছুরি দিয়ে মাজহারকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যনত্ম কোন আসামী গ্রেফতার হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৩:১৫ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫