| সকাল ৬:০২ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জিম্বাবুয়ের বিপক্ষে পাক ক্রিকেটের জয়

অনলাইন ডেস্ক ,২৩ মে ২০১৫, শনিবার

জিম্বাবুয়ের বিপক্ষে  জয় দিয়েই শুরু হলো পাকিস্তান ক্রিকেটের । ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান। অবশেষ সেই বন্ধ দরজা খুলেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে তারা। আর প্রথম টি-টোয়েন্টি গতকাল পাকিস্তান জয় দিয়ে শুরু করেছে। সফরকারী জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের মাটিতে ক্রিকেটের পূনর্জন্ম সূচনা করেছে। আর জিম্বাবুয়ের বিপক্ষের জয়টি এসেছে টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদির ব্যাট থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে গিয়ে সফরকারী জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে। হ্যামিল্টন মাসাকাদজা ৪৩ ও এল্টন চিগুম্বুরা সর্বোচ্চ ৩৫ বলে ৫৪ রান করেন। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। এক সময় মনে হচ্ছিল- পাকিস্তান বিনা উইকেটে জিততে যাচ্ছে। পাকিস্তানের দুই ওপেনার মুখতার আহমেদ ও আহমেদ শেহজাদ ১৪২ রান তুলে ফেলেন। শেহজাদ ৩৯ বলে ৫৫ ও মুখতার ৪৫ বলে ৮৩ রানে ফেরার পর পাকিস্তান হঠাৎ চুপসে যায়। ১৪২ থেকে ১৬৯Ñ ২৭ রানের মধ্যে ধপাধপ পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৬ রান। শেষ ওভারের প্রথম দুই বলে শোয়েব মালিখ ২ রান নিয়ে আউট হলে অধিনায়ক আফ্রিদি ব্যাটে আসেন। আর ওভারের তৃতীয় ও ব্যক্তিগত প্রথম বলেই চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫