| বিকাল ৩:৫৯ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সৌদি আরবের মসজিদে হামলার দায় স্বীকার আইএস

আন্তর্জাতিক ডেস্ক,২৩ মে ২০১৫, শনিবার

সৌদি আরবের পূর্বাঞ্চলের শিয়া মসজিদে বোমা হামলা করে ২১ জনকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)।

টুইটারে হামলাকারীর ছবি প্রকাশ করে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সংগঠনটি।

আইএস তাদের টুইটার বিবৃতিতে জানায়, হামলাকারী ওই আইএস সদস্যের নাম আবু আমির আল নাজদি।

এ হামলার পেছনে ‘খেলাফতের সৈনকিরা’ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়ের জন্য সামনে ‘অন্ধকার অপেক্ষা করছে’।

ওই টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, সৌদি আরবের পুর্বাঞ্চলে এটা আইএসের প্রথম হামলা।

অপর একটি বিবৃতিতে এ জিহাদি গোষ্ঠী জানায়, এর আগে প্রতিবেশি দেশ ইয়েমেনে শিয়া মসজিদের হামলার সঙ্গে এ হামলার যোগসূত্র রয়েছে।

অনেক আগে থেকেই সৌদি আরবের শিয়া মুসলিমদের ওপর হামলা করা হবে হুমকি দিয়ে আসছিল আইএস।

শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের সময় শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনের বেশি।

সর্বশেষ আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫