রাজধানীতে মাইক্রোবাসে তরুণী গণধর্ষণ

অন লাইন ডেস্ক : ২২ মে, শুক্রবার,
রাজধানীর কুড়িল এলাকায় সিএনজি মোটর স্টিল কোম্পানির সামনে মাইক্রোবাসের ভেতরে এক তরুণী (২১) গণধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে ভাটারা থানায় নিজে উপস্থিত হয়ে ধর্ষণের শিকার ওই তরুণী মামলা দায়ের করেছেন। মামলা নং-২৬। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় তিনি উল্লেখ করেছেন, বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় একটি মার্কেটে বিক্রয়কর্মী। বয়স ২১। কাজ শেষে বাসায় ফেরার পথে অস্ত্রের মুখে দুইজন যুবক তাকে ওই মাইক্রোবাসে জোর করে উঠায়। এরপর পাঁচজন যুবক ধর্ষণ করে। এরপর তারা উত্তরা জসিমউদ্দিন রোডে ফেলে রেখে যায়।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায়। তিনি একজন উপজাতি। এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। শনিবার (২৩ মে) মেডিকেল টেস্ট করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।