ময়মনসিংহে র্যাবের উপ-সহকারী পরিচালকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, ২২ মে, শুক্রবার,
ময়মনসিংহ র্যাব-১৪’র সিনিয়র উপ-সহকারী পরিচালক সফি মাহমুদ (৫৫) মারা গেছেন। শুক্রবার (২২ মে) সকাল ১১টায় উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে তিনি মারা যান। সফি মাহমুদ শরীয়তপুর জেলার মৃত সুনাম উদ্দিনের ছেলে। র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সফি মাহমুদকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জুম্মা শহরের সরকারি ল্যাবরেটরি স্কুল মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) রফিকুল ইসলামসহ র্যাব-১৪’র বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। শরীয়তপুরের উদ্দেশে তার মরদেহ পাঠানো হচ্ছে বলেও জানান শামীম আরা।