| রাত ১০:৫০ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধে ১ জনকে কুপিয়ে হত্যা ঃ গ্রেফতার ১

ফুলবাড়ীয়া ব্যুরো ঃ ২২ মে, শুক্রবার,
ফুলবাড়ীয়া উপজেলার ইচাইল বেপারীপাড়ায় জমি সংক্রাত্ম বিরোধের জের ধরে পল্লী চিকিৎসক ফরহাদ আহমেদ (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় হাবিবুর রহমানকে শুক্রবার গ্রেফতার করেছে।
সদর ইউনিয়নের ইচাইল বেপারীপাড়ায় চাচা আঃ রহমান মাস্টারের সাথে ভাতিজা পলস্নী পশু চিকিৎসক ফরহাদ আহমেদের সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রহমান মাস্টারের লোকজন ভাজিতা ফরহাদ আহমেদ (৩৫) কে কুপিয়ে মারাত্নক আহত করে। আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা নাসরিন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ হাবিবুর রহমান নামের একজনকে গ্রেফতার করে।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | মে ২২, ২০১৫