| সকাল ৯:০৩ - শনিবার - ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২রা রমজান, ১৪৪৪ হিজরি

প্রতি কিলোমিটার বিমান ভাড়া মাত্র ১ টাকা

আন-র্জাতিক ডেস্ক : ২২ মে,
বিমান ভাড়ায় নতুন অফার দিচ্ছে এয়ার এশিয়া। এই সংস’ায় যুক্ত হচ্ছে একটি নতুন রুট। আর সেই রুট উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া হচ্ছে এই অফার। প্রতি কিলোমিটার মাত্র এক টাকা হিসেবে ভাড়া ধার্য করছে এয়ার এশিয়া।আগামী মাস থেকে চালু হচ্ছে নতুন এ রুট। ভারতের বেঙ্গালুরু থেকে বিশাখাপত্তনম পর্যন- বিমান চালানো হবে। বৃহস্পতিবার থেকে বুকিং শুরু হচ্ছে। ২৪ মে পর্যন- অফারটি পাওয়া যাবে। ১৮ জুন, ২০১৫ থেকে ২১ মে, ২০১৬-র মধ্যে এই অফারে ভ্রমণ করতে হবে। বেঙ্গালুরু থেকে বিশাখাপত্তনম পর্যন- ভাড়া হবে মাত্র ১৪০০ টাকা।এয়ার এশিয়ার তরফ থেকে আগেই জানানো হয়েছিল এয়ার এশিয়া এবার দিল্লির সঙ্গে বেঙ্গালুরু ও গুয়াহাটি থেকে গোয়া জুড়ে দেওয়া হবে। নয়াদিল্লি-গুয়াহাটির প্রথম বিমানের ভাড়া হবে ১৫০০ টাকা ও নয়াদিল্লি-গোয়ার ভাড়া হবে ১৭০০ টাকা।ডিনিউজ

সর্বশেষ আপডেটঃ ৭:৩৯ অপরাহ্ণ | মে ২২, ২০১৫