| রাত ১২:২০ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে ফায়ার সার্ভিস স্টেশন চালু

ত্রিশাল ব্যুরো অফিস, ২২ মে, শুক্রবার,
আজ শুক্রবার থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশন চালু হওয়ার পরই ত্রিশাল পৌর সদরে মাইকিং ও ফায়ার সার্ভিসের গাড়ীর মহড়ার মধ্যদিয়ে ত্রিশালবাসীকে বিষয়টি অবগত করানো হয়।

ত্রিশালে ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আবু মো. সাজেদুল কবীর জোয়ারদার জানান, ২২ এপ্রিল শুক্রবার থেকে এটি চালু হলো। এ জন্য কোন অনুষ্ঠান করা হয়নি। সাধারন মানুষকে বিষয়টি জানানোর জন্য মাইকিং ও ফায়ার সার্ভিসের গাড়ী ও ফায়ার কর্মীদের নিয়ে মহড়া দেওয়া হয়।  উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিজস্ব জায়গায় এই এ ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হয়েছে। এখন থেকে ত্রিশাল উপজেলাবাসী এই সেবা পাবেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৩০ অপরাহ্ণ | মে ২২, ২০১৫