| সকাল ১১:৪২ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইটনায় বজ্রপাতে পুত্র নিহত, পিতা ও ভাই আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২২ মে, শুক্রবার,
কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতের ঘটনায় গোপাল দাস (১৮) নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে নিহতের পিতা মহারাজ দাস (৪৮) ও বড় ভাই যশোরাজ দাস (২৩)। আহত পিতা-পুত্রের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মহারাজ দাসকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আজ  শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্রামসংলগ্ন হাওরের কাজলীকোনার বাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোরে হালকা বৃষ্টির মধ্যে মহারাজ দাস তার দুই পুত্র যশোরাজ দাস ও গোপাল দাসকে নিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। হালকা বৃষ্টির মধ্যে সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে গোপাল ঘটনাস’লেই নিহত ও পিতা মহারাজ দাস ও অপর পুত্র যশোরাজ গুরম্নতর আহত হয়। তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করার পর মহারাজ দাসের অবস্থার অবনতি ঘটলে তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৫ অপরাহ্ণ | মে ২২, ২০১৫