| সকাল ১০:৩৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

ধোবাউড়া প্রতিনিধিঃ ২২ মে, শুক্রবার,
ধোবাউড়ায়  আজ শুক্রবার এক গৃহ বধুর লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ। উপজেলার তাড়াইপাড় ইকবালের সেচের মটর ঘর থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা সদরের নুর হোসেনের মেয়ে পারভীন আক্তার (৩০) রানীগাঁও গ্রামের হরমুজ আলীর ছেলে বাবুল হোসেনের (৩৮) সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। কিন’ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে গৃহবধুর সাথে পরিবারের লোকজনের ঝগড়া হতো। বুধবার ঐ গৃহবধুর দেবর নজরুল ইসলামের সাথে ঝগড়া হয়। তারপর থেকে গত দুইদিন যাবৎ ২ সন্তানের জননী পারভীন আক্তারকে খোজে পাওয়া যাচ্ছিলনা। শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় আলম মিয়া গরু চড়াতে গেলে মটর ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মেয়ের মা বলেন নিহতের স্বামী ও দেবর মিলে তাকে হত্যা করে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইন চার্জ এম এ হক বলেন এটি হত্যাকান্ড এবং নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:০৮ অপরাহ্ণ | মে ২২, ২০১৫