| রাত ১:৫৩ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মানবপাচার : মার্কিন গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা

আন-র্জাতিক ডেস্ক : ২২ মে শুক্রবার,

জীবিকার তাগিদে বাংলাদেশি ও রোহিঙ্গারা বিদেশ-বিভূইয়ে পাড়ি দিয়ে অর্থ উপর্জনের আশায় সাগারে পা বাড়িয়ে যখন প্রতারিত হচ্ছেন তখন এ বিষয়টি নিয়ে দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন মার্কিন গণমাধ্যম। মানবপাচার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমসে প্রকাশিত দীর্ঘ এক প্রতিবেদনে এ প্রচারণা চালানো হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক গ্রাম রয়েছে যেগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে। পুরুষরা সবাই বিদেশে চলে যাচ্ছে। তবে জাগো নিউজের উত্তরাঞ্চলের প্রতিনিধিরা জানান, উত্তরাঞ্চলের কোন গ্রামই পুরুষশূন্য হয়ে যায় নি। এছাড়া কোথাও এক গ্রামে খুব বেশি সংখ্যক মানুষও অবৈধভাবে সাগরপথে বিদেশযাত্রাও করেনি। ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় পাওয়া বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে কথা বলে লস অ্যাঞ্জেলেস টাইমস এ প্রতিবেদন প্রকাশ করেছে গত বুধবার। প্রতিবেদনটি তৈরি করেছেন সাংবাদিক জোনাথান কাইমান ও শশাঙ্ক বেঙ্গলি।লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে অথচ বাংলাদেশীরা আবার চাকরির সন্ধানে পালাচ্ছে অন্য দেশে। বাংলাদেশের প্রায় ৯০ লাখ লোক মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কমর্রত রয়েছেন। যেসব গরিব লোক বৈধভাবে কাজের জন্য বিদেশে যেতে পারে না তারাই উন্নত জীবনের আশায় কম খরচে বিদেশে যাওয়ার জন্য দালালদের শরণাপন্ন হয় এবং এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রযাত্রা করে।প্রতিবেদনে বলা হয়, গার্মেন্টের পর বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে প্রবাসীদের কাছ থেকে। কিন’ পাচারকারীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস’া নেয়া হয়নি। অনেক বিশেষজ্ঞ মনে করেন প্রশাসনের দুর্নীতিগ্রস- লোকজন এ পাচারব্যবসার সঙ্গে জড়িত।ডিনিউজ

সর্বশেষ আপডেটঃ ৫:৪৮ অপরাহ্ণ | মে ২২, ২০১৫