ফুলবাড়ীয়ায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

ফুলবাড়ীয়া ব্যুরো : ২১ মে ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার টেকিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১১) কে ধর্ষণ করেছে এক বখাটে যুবক। ধর্ষিতা স্কুলছাত্রী কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া গ্রামের আশরাফ আলীর কন্যা।
আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে পুকুরে একা গোলস করতে গেলে প্রতিবেশি মুজিবুর রহমানের লম্পট পুত্র মনির হোসেন (২০) শিশুটিকে ধর্ষণ করে।
ধর্ষীতার পিতা আশরাফ আলী জানান, বিকেল ৪ টার সময় বৃষ্টি চলাকালে আমার শিশু মেয়ে পুকুরে গোসল করতে গেলে প্রতিবেশি বখাটে মনির হোসেন মুখচেপে ধরে পুকুরের পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। রাত ৮ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রম্নজু হয়নি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জনায়, শিশু ধর্ষনের ঘটনার থানায় মামলা প্রস্ততি চলছে।