| রাত ১২:২২ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২০১৫ সালের ম্যান বুকার পুরস্কারে ভূষিত হলেন হাঙ্গেরীয় সাহিত্যিক

অনলাইন ডেস্ক ,২১ মে ২০১৫, বৃহস্পতিবার:

২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন হাঙ্গেরীয় ঔপন্যাসিক লাজলো ক্রজনাহরকাই। প্রতি ২ বছর অন্তর একবার ম্যান বুকার সম্মানে ভূষিত করা হয় সেরা লেখককে। জীবিত কোন লেখকের সেরা সাহিত্যকর্মগুলো স্থান পায় প্রতিযোগিতায়। ইংরেজি ভাষায় বা ইংরেজি ভাষায় অনূদিত লেখা সাহিত্যকর্মসমূহ স্থান পায় সেখানে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। বিচারকরা লাজলোর লেখায় ‘অসাধারণ ঐকান্তিকতা’র বিষয়টি খুঁজে পেয়েছেন। ‘ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা’ লেখক হিসেবে অখ্যায়িত করে লাজলোকে ম্যান বুকার পুরস্কার তুলে দিয়েছেন তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ। লাজলোর লেখা উপন্যাস ‘দ্য মেলানকলি অব রেজিস্ট্যান্স’, চিত্রনাট্য ‘স্যাটানট্যাঙ্গো’ ও ‘সেইওবো দেয়ার বিলৌ’ উপন্যাসের মতো সাহিত্যকর্মের জন্য বেশ প্রশংসিত হন। বিচারকদের প্যানেল এ লেখাগুলোকে তার গভীর কল্পনা ও সূক্ষ্ম আবেগের সৃষ্টি চমৎকার শিল্পকর্ম বলে উল্লেখ করেন। হাঙ্গেরীয় ভাষায় লিখলেও, লাজলোর লেখাগুলো ইংরেজী ভাষায় অনূদিত হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনুবাদকের জন্য বরাদ্দ ১৫ হাজার পাউন্ড অর্থ তিনি তার তার লেখাগুলো অনুবাদের সঙ্গে সম্পৃক্ত ২ অনুবাদকের মধ্যে ভাগ করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৩১ অপরাহ্ণ | মে ২১, ২০১৫