| বিকাল ৩:১৮ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফের কলকাতার ছবিতে হাবিব

অনলাইন ডেস্ক ,২১ মে ২০১৫, বৃহস্পতিবার:

আবার কলকাতার ছবিতে গান গাইলেন দেশের অন্যতম শীর্ষ সংগীত পরিচালক-শিল্পী হাবিব ওয়াহিদ। রবি কিনাগি পরিচালিত ‘জামাই-৪২০’ ছবির জন্য একটি গান করেছেন তিনি। ভেঙ্কেটেশ ফিল্মসের এ ছবিটি মুক্তির আগেই বর্তমানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সংগীত বাংলা চ্যানেলে নিয়মিতই ছবিটির প্রমো ও গান প্রচার চলছে। হাবিব যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘খুব বেশি জানতে ইচ্ছে হয়’। তবে শুধু হাবিবই নয়, গানটিতে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। গানটির সুর-সংগীতায়োজনও করেছেন হাবিব। আর এ গানটির কথা লিখেছেন এসএ হক অলিক। এর আগে গত বছর কলকাতার ‘বিনদাস’ ছবিতে ‘তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো’ গানটি গেয়ে ও সুর-সংগীতায়োজন করে ব্যাপক সফলতা পান হাবিব। গানটি কলকাতায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। সেই গানটির কথাও লিখেছিলেন এসএ হক অলিক। এবার হাবিব কলকাতায় নিজের দ্বিতীয় প্লেব্যাক করলেন ‘জামাই ৪২০’ ছবির মাধ্যমে। এ ছবিটিতে অভিনয় করেছেন সোহাম চক্রবর্তী, হিরণ চক্রবর্তী, অঙ্কুশ শর্মা, মিমি চক্রবর্তী, পায়েল সরকার, নুসরাত জাহান প্রমুখ। ছবির গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ, দেব সেন ও ডাব্বু। এরই মধ্যে হাবিবের গাওয়া ‘খুব বেশি জানতে ইচ্ছে হয়’ গানটি প্রশংসিত হচ্ছে শ্রোতামহলে। তবে গানটির ভিডিও এখনও টিভিতে প্রচার শুরু হয়নি। কিন্তু গানটির অডিওর সাড়া বেশ। ধারণা করা হচ্ছে, হাবিবের এ গানটির ভিডিও প্রচার শুরু হলে এটি আগের মতো ব্যাপক সাড়া ফেলবে কলকাতা তথা বাংলাদেশের শ্রোতাদের মাঝে। এ বিষয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘বিনদাস’ ছবিতে ‘তোমাকে ছেড়ে’ গানটি করার পর আমি অনেক বেশি সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় পরিচালক রবি কিনাগি তার ‘জামাই ৪২০’-এর জন্য গান করতে বলেন। সে অনুযায়ী কাজ করলাম। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শান। সব মিলিয়ে ভাল সাড়া পাচ্ছি। সামনের দিনগুলোতে গানটি শ্রোতাদের আরও বেশি ভাল লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে গেল পহেলা বৈশাখে দীর্ঘদিন পর হাবিব সংগীতার ব্যানারে প্রকাশ করেছেন তার নতুন গান ‘হারিয়ে ফেলা ভালবাসা’। এরই মধ্যে গানটি চলতি বছরের অন্যতম হিট গানের তালিকায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তার গাওয়া ‘ভালবাসা দাও ভালবাসা নাও’ গানটিও ভাল শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে

সর্বশেষ আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | মে ২১, ২০১৫