| রাত ৪:৪১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মরণোত্তর বঙ্গবিভূষণ পেলেন ফিরোজা বেগম

অনলাইন ডেস্ক ,২১ মে ২০১৫, বৃহস্পতিবার:

পশ্চিমবঙ্গ সরকার নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকে এ বছর মরণোত্তর বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। গতকাল কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রয়াত শিল্পীর পুরস্কারটি গ্রহণ করেন তার ভাতিজি সুস্মিতা আনিস। উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর ভাই ও এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তিন বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমানদের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার দেয়া হচ্ছে। এবারও ভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে প্রায় ২০ জন শিল্পী, সাহিত্যিক ও খেলোয়াড়কে। সাধারণত প্রাপকের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। তবে একমাত্র ব্যতিক্রম নব্বই-ঊর্ধ্ব রমাপদ চৌধুরী ও এক শ পেরোনো ব্যায়ামবীর মনোহর আইচ। এ দুই প্রবীণ কৃতির বাড়িতে গিয়ে বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দেয়া হবে। এ বছর আরও যারা বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন শিল্পী কবীর সুমন, গায়ক রশীদ খান, রামকৃষ্ণ মিশন, খেলোয়াড় নাঈমউদ্দিন প্রমুখ। আর বঙ্গভূষণ পুরস্কার পেয়েছেন অভিনেতা দেব, কবি সুবোধ সরকার, পরিচালক সুজিত সরকার, প্রদীপ সরকার প্রমুখ। বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ প্রাপকদের হাতে তুলে দেয়া হয়েছে যথাক্রমে দুই এবং এক লাখ রুপির চেক এবং মানপত্র।

সর্বশেষ আপডেটঃ ১২:০৬ অপরাহ্ণ | মে ২১, ২০১৫