| রাত ৩:০১ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রমিক গ্রেপ্তারের জের, ঢাকা-বরিশাল রুটসহ ২ বিভাগে বাস ধর্মঘট

অন লাইন ডেস্ক  | ২০ মে ২০১৫, বুধবার,

ঢাকা-বরিশালসহ বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলা রুটে বাস ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন। ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ বাস শ্রমিককে গ্রেপ্তারের জেরে এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবীতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল কেন্দ্রীক শ্রমিক ইউনিয়ন বরিশাল ও খুলনা বিভাগের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত থেকে ঢাকা থেকে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের রুটগুলোতে কোন বাস ছাড়েনি। বরিশাল থেকে বুধবার সকাল ৬টা থেকে বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঢাকা থেকে বাস না আসায় বাসের সংকটের কারনে বেলা ১২টার বরিশাল থেকেও বাস চলাচল বন্ধ হয়ে যায়।

 

সর্বশেষ আপডেটঃ ৯:১০ অপরাহ্ণ | মে ২০, ২০১৫